ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাচারীতলা গ্রামে নলকূপের পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশুদের ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিশুদের বয়স ৩ থেকে ৯ বছরের মধ্যে। তারা হলো—হোসাইন শাহ (৪), মরিয়ম (৭), আব্দুল্লাহ (৩), জান্নাতুল (৯), রোকেয়া (৯) ও মারফিয়া (৬)। তারা সবাই কাচারীতলা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গ্রামের রমজান মণ্ডল দুপুরে জমিতে কীটনাশক প্রয়োগ করে ফাঁকা বোতলটি আমবাগানে ফেলে দেন। পরে স্থানীয় কয়েকজন শিশু সেটি কুড়িয়ে খেলার ছলে একটি নলকূপে ফেলে দেয় এবং সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়ে।
এক শিশুর অভিভাবক মমতাজ খাতুন বলেন, “হঠাৎ আমার মেয়ের পেটে ব্যথা শুরু হয়। প্রথমে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে যাই, পরে চিকিৎসকরা সদর হাসপাতালে পাঠান। এখন কিছুটা সুস্থ।”
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু জানান, “শিশুগুলোর বিষক্রিয়ার উপসর্গ ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তারা অনেকটাই সুস্থ।”
হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। খেলার ছলে শিশুরা কীটনাশক মেশানো পানি পান করেছিল।”