টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আব্দুল হালিম মিয়া স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দল, উপজেলা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।











