নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনকে প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক করতে দলীয় প্রার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।
দলের এই সিদ্ধান্তে টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগের জেলা ও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে থাকা ও আওয়ামী পরিবার হিসেবে চিহ্নিতদের মধ্য থেকে আট নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
আর যারা এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাদের মধ্যে বর্তমান ও সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর মেয়র, সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যানও রয়েছে।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের চারটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
এরা হলেন – টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খান।
তাঁর পরিবর্তে এই মো. কামরুল হাসান খানকে মনোনয়ন দেয়া হয়েছে।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান (সোহেল হাজারী)।
তাঁর পরিবর্তে এই আসনে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
তাঁর পরিবর্তে এই আসনে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুন-অর-রশিদকে দেয়া হয়েছে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এই আসনে তাঁর পরিবর্তে সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়কে আবার মনোনয়ন দেয়া হয়েছে।
যে চারটি আসনে নতুন প্রার্থী দেয়া হয়েছে, সেই আসনগুলোসহ মোট ছয়টি আসনে আওয়ামী লীগের আটজন নেতা প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তবে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম উইলিয়ামের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি আপিল করেছেন।
এখনো ফলাফল পাওয়া যায়নি। শুনানি শেষে রায় যদি তার পক্ষে যায় তবে এই প্রার্থী সংখ্যা হবে নয়।
অপরদিকে, আজ (১৭ জানুয়ারি) মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের মনোনয়ন স্বেচ্ছায় প্রত্যাহারেরও শেষ দিন।
এই প্রার্থীদের মধ্য থেকে যদি কেউ প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, তবে সেক্ষেত্রে সংখ্যা কমতে পারে।
আওয়ামী লীগের যে ৮ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের নাম ও পরিচয়-
ক) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) : ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
খ) টাঙ্গাইল-৩ (ঘাটাইল) : আমানুর রহমান খান রানা, সাবেক সংসদ সদস্য। বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে।
গ) টাঙ্গাইল-৪ (কালিহাতী) : মুরাদ সিদ্দিকী, (দলে কোন পদ নেই। আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন)।
ঘ) টাঙ্গাইল-৫ (সদর) : ছানোয়ার হোসেন (বর্তমান সংসদ সদস্য, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ), জামিলুর রহমান (সাবেক মেয়র ও সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ), মুরাদ সিদ্দিকী, (দলে কোন পদ নেই, তবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন)।
ঙ) টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) : তারেক শামস খান হিমু (সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ)।
চ) টাঙ্গাইল-৭ (মির্জাপুর) : মীর এনায়েত হোসেন মন্টু (সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি), রাফিউর রহমান খান ইউসুফজাই (সদস্য জেলা আওয়ামী লীগ)।