নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে কালোবাজারে বিক্রির সময় ৭৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল।
এসময় দুই পাচারকারীকে আটক করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল।
সোমবার ০৮ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিলিমপুর বাজারের সেকান্দরের পাটের গুদামে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে সেকান্দার (৪০) ও সদর উপজেলার বড়বেলতা গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেল (২৮)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন চাল উদ্ধার ও গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় সবার সামনে পাচারের কথা স্বীকার করেছেন।
তারা পাচারের উদ্দেশ্যে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মজুত করেন।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই পাটের গুদাম থেকে ২৩ বস্তা ও মিনি ট্রাকে ৫০ বস্তা চাউল উদ্ধার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(১)/২৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা : অলক কুমার