নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের পুংলী নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার বিকেলে এ নৌকা বাইচ উপভোগ করতে পুংলি নদীর দুপাশে হাজারো মানুষ জড়ো হয়।
সকল বয়সী মানুষের এক মিলন মেলায় পরিনত হয় নদীর দু’পাড়। বৈঠার তালে তালে গান, নাচ আর দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে।
প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক নৌকা অংশ নেয়।
টাংগাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের আল্লাহ ভরসা নামের নৌকাটি প্রথম স্থান দখল করে।
স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।