শীতের আগমনী সঙ্গে টাঙ্গাইলের সবজির বাজারে সরবরাহ বাড়ায় ভোক্তারা স্বস্তি পেলেও পেঁয়াজের বাড়তি দাম সেই স্বস্তিকে ম্লান করে দিচ্ছে। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে বর্তমানে ১১০ থেকে ১২0 টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও এ পেঁয়াজ বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়।
শনিবার (১৫ নভেম্বর) সকালে টাঙ্গাইলের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—পুরনো পেঁয়াজের দাম ১১০-১২০ টাকা, আর নতুন মৌসুমের পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়।
বাজারের কাঁচাপণ্য বিক্রেতা রহিম জানান, “নতুন পাতা পেঁয়াজ বাজারে এসেছে। অল্পদিনের মধ্যে মুড়িকাটা পেঁয়াজও আসবে। পেঁয়াজের দাম আর বাড়বে না, বরং কমতে শুরু করবে।”
শীতের সবজিতে স্বস্তি
বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ পণ্যের দাম কমে এসেছে। বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগম ও নতুন বেগুন ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে।
দাম তালিকা (টাঙ্গাইল বাজার):
-
ফুলকপি/বাঁধাকপি: ৩০-৫০ টাকা
-
শিম: ৭০-৮০ টাকা কেজি
-
নতুন বেগুন: ৬০-৭০ টাকা কেজি
-
শালগম: ৬০-৮০ টাকা কেজি
-
মুলা: ৪০-৬০ টাকা কেজি
-
নতুন কাঁচা টমেটো: ৮০-১০০ টাকা কেজি
বিক্রেতাদের ভাষায়, সরবরাহ বাড়ায় গ্রীষ্মের সবজিগুলোর দামও কমে আসছে।
-
পেঁপে: ২০-৩০ টাকা কেজি
-
পটল: ৪০-৬০ টাকা কেজি
-
চালকুমড়া/লাউ: ৫০ টাকার মধ্যে
-
করলা: ৬০-৭০ টাকা কেজি
-
ঢ্যাঁড়স: ৫০-৬০ টাকা কেজি
ডিম ও মুরগির দাম কমেছে
বাজারে সবজির দাম কমার প্রভাবে ডিমের দামও কমেছে ১০-২০ টাকা।
-
ফার্মের ডিম প্রতি ডজন: ১৩০-১৩৫ টাকা (আগে ১৫০ টাকা)
-
ব্রয়লার মুরগি: ১৭০-১৮০ টাকা কেজি
-
সোনালি মুরগি: ২৮০-৩০০ টাকা কেজি
সবজি বিক্রেতা ফিরোজ বলেন, “শীতের সবজি বেশি বিক্রি হওয়ায় পুরনো সবজির চাহিদা কমে গেছে। সবজির দাম কমলে ডিমের দামও স্বাভাবিকভাবে নিচে নেমে আসে।”
অন্যদিকে মুদি বাজারে বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।











