টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালত্বলা চত্বর থেকে ২ কিলোমিটার পূর্বে সখীপুর সরকারি কলেজ মাঠের পাশে জাতীয় নারী ফুটবল দলের প্রতিভাবান মাঝমাঠের খেলোয়াড় রুপা আক্তারের বাড়ি। অল্প বয়সেই ফুটবলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই কিশোরী।
বাবা পেশায় ভ্যানচালক হলেও পরিবারের অনুপ্রেরণা ও নিজের কঠোর পরিশ্রমে রুপা এখন জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ছোটবেলায় কাদের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে নজরে আসেন তিনি। পরে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুন্নাহারের সংস্পর্শে এসে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পান।
তিন ভাইবোনের মেঝ রুপা বর্তমানে দশম শ্রেণিতে পড়ছেন এবং আগামীতে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। মাত্র ১৭ বছর বয়সেই জাতীয় দলের মধ্যমনি হয়ে উঠেছেন তিনি।
২০২২ সালে বিকেএসপির মাধ্যমে যাত্রা শুরু করেন রুপা। ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৭ সুব্রত কাপে অংশ নেন। ২০২৪ সালে ভালো পারফরম্যান্সের কারণে জাতীয় দলে ডাক পান। চলতি ২০২৫ সালের মার্চে সাফ গেমস ও এএফসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন জাতীয় দলের হয়ে।
রুপার স্বপ্ন আগামী ২০২৬ সালের নারী বিশ্বকাপে দেশের হয়ে খেলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রতিদিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।
জাতীয় দলের এই ফুটবলারের বাড়ি এখনও আধা পাকা টিনের ঘর হলেও মনোবল ভীষণ দৃঢ়। স্বল্প চাহিদার এই কিশোরী এখন শুধু দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখছেন।