টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম বলেছেন, আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। জেলার ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থায় নিরাপত্তা কার্যক্রমে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে।
শনিবার টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে অনুষ্ঠিত দরবার সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আরও দায়িত্বশীলতার সঙ্গে নিরাপত্তা জোরদার করতে হবে। আনসার বাহিনীর সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন, ধর্মীয় উৎসব, সড়কে যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করে আসছে বলে উল্লেখ করেন তিনি।
দরবার সভায় সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার দুই শতাধিক অঙ্গীভূত আনসার সদস্য অংশ নেন।











