টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে নয়দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উল্টো রথটানের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মীয় রীতি অনুযায়ী উল্টো রথটান অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী সব বয়সের নারী-পুরুষ ভক্তরা পূর্ণ আনুষ্ঠানিকতা ও আনন্দের সঙ্গে অংশ নেন।
উল্টো রথযাত্রা উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়। গত ২৭ জুন শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসবে শহর ও আশপাশের এলাকা থেকে হাজারো ভক্ত সমাগম হয়।