টাঙ্গাইলে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৮ জন
নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়তিই টাঙ্গাইল জেলায় বেড়ে চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডেঙ্গু জ্বরে ২৮ জন আক্রান্ত হয়েছেন। টাঙ্গেইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, গত ২৪ ঘন্টায় ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৪৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন রোগী।
আরও পড়ুন- ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে না করলে চাকরী থাকবে না!
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ২১৩জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ৪ জন, মধুপুর উপজেলায় ২ জন এবং ধনবাড়ী উপজেলায় ৯ জন রয়েছেন।