টাঙ্গাইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ১৯টি উন্নয়ন প্রকল্প দ্রুত অগ্রগতিতে এগোচ্ছে। ২ হাজার ৬৭৮ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে প্রায় ২ হাজার ২৯০ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের তদারকিতে এসব প্রকল্পের গড় অগ্রগতি ৮২ শতাংশে পৌঁছেছে।
২০২৪-২৫ অর্থবছরে গ্রহণ করা ১৯টি প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩), টাঙ্গাইল উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এমআরআরআইডিপি), গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (সিআইবিআরআর), গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (জিওবিএম), উপজেলা-ইউনিয়ন সড়ক সম্প্রসারণ, ঘূর্ণিঝড় ও বন্যা ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন (সিএএফডিআরআইআর) এবং অন্যান্য প্রকল্প।
বিভিন্ন প্রকল্পে ভৌত অগ্রগতি ৫২ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, গ্রাম সড়ক পুনর্বাসন (ভিআরআরপি) প্রকল্পে ১০০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছু প্রকল্প যেমন টাঙ্গাইল পৌরসভার আবাসিক ভবন নির্মাণের কাজ জায়গা জটিলতার কারণে স্থগিত রয়েছে।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত বছরের ৫ আগস্টের পর প্রতিটি স্কীম পরিদর্শন করা হয়েছে। যেসব প্রকল্পে সমস্যা দেখা দিয়েছিল, সেগুলোর দরপত্র বাতিল করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হয়েছে। জেলার সড়ক নেটওয়ার্কের আওতায় ইতোমধ্যে ৯ হাজার ২৫১ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে।