টাঙ্গাইলে কর্মজীবী মায়েদের মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী ৫৩০ জন মায়েদের নিয়ে হেলথ ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এই পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি।

জেলা প্রশাসনের সহায়তায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন,  জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভূঞাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক। সম্পাদনা – অলক কুমার