টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতায় গলফ প্রশিক্ষণ ও স্কাইবাই এর পক্ষ থেকে টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটারদের জন্য ৫০টি ক্রিকেট বল উপহার প্রদান করা হয়েছে। রোববার (৬ জুলাই) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেটে পাওয়ার হিটিং জন্য গলফ প্রশিক্ষণ ব্যবস্থার উদ্বোধন ও ৫০টি ক্রিকেট বল জেলা ক্রীড়া সংস্থার কাছে তুলে দিয়েছেন জেলার এ্যাডহক কমিটির অন্যতম সদস্য ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ কাদির, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী, আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রধান সমন্বয়ক রাসেল খান।
এছাড়া ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য গলফ প্রশিক্ষণে অংশগ্রহন করেন ক্রিকেট কোচ স্বপন কুমার দত্ত, অরিন্দম পাল লিটন, রিপন কুমার সরকার, নির্মল চন্দ্র, রাসেল খান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার সাইফুল ইসলাম লিটন, তমাল বিহারী দাস, কৌশিক চন্দ্র টোকন, শাকিল আহেমদ, উত্তম সরকার, রবিন সরকার, রাফেল, জাহিদ হোসেন টিটু ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের মেহেদী মারুফ ও নাজমুল হোসেন মিলনসহ জেলার প্রায় ৫০জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক ক্রিকেটার সাজ্জাদ কাদির ও সৈয়দ আবিদ হোসেন সামির বক্তব্য শেষে ৫০টি ক্রিকেট বল আনুষ্ঠানিকভাবে জেলা ক্রীড়া সংস্থা বুঝে পাওয়ার পর গলফ ফেডারেশনে গলফ প্রশিক্ষক আতিকুল ইসলাম ও ইসমাইল অধীনে অর্ধদিনব্যাপী গলফ প্রশিক্ষণ দেওয়া হয়।