টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর অ্যাপ্রোচ অংশ ধসে পশ্চিমাঞ্চলের সঙ্গে শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ হঠাৎ ধসে যাওয়ায় বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে তিন ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াতের সমস্যায় পড়েছেন।
স্থানীয়রা জানান, টানা ভারী বৃষ্টি এবং যমুনার শাখা ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধিতে তীব্র স্রোত তৈরি হওয়ায় মাটি ধসে অ্যাপ্রোচ ভেঙে গেছে। এছাড়া বালু ব্যবসায়ীদের অবৈধ বালু উত্তোলনের কারণে সেতুর নিচের মাটি ক্ষয় হচ্ছে। ফলে বর্ষার সময় অ্যাপ্রোচ প্রতি বছরই ভেঙে যায়।
টাঙ্গাইল সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০০৬ সালে ১৭০.৬৪২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করেছিলেন। এটি কাতুলী, হুগড়া ও কাকুয়া ইউনিয়নবাসীর জন্য টাঙ্গাইল শহরের মূল সড়ক যোগাযোগ। অ্যাপ্রোচ ধসে যাওয়ায় ছোট-বড় সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সিএনজি চালক সাজেদুল জানান, “বর্ষা আসলে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচের ওপর পানির চাপ পড়ে। শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন না হলে প্রতিবছর একই সমস্যা দেখা দেয়। এখানে স্থায়ী সমাধান দরকার।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। টুকু বলেন, “লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সেতুর দ্রুত মেরামতের আহ্বান জানাচ্ছি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।”
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। যেহেতু আশেপাশে বিকল্প ব্রিজ বা পারাপারের ব্যবস্থা নেই, তাই সবার সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।