আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ বাজার এলাকায় ৭ ও ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এবং শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. আব্দুল মান্নান। ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।