‘নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুই দিনব্যাপী নারীপক্ষ আয়োজিত কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ রাশেদুল ইসলাম।
টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ও কাগমারা এলাকায় নারীপক্ষ ও নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি মানববন্ধন, আলোচনা সভা ও ঘোষণাপত্র পাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষের সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি এবং ওভার’র নির্বাহী পরিচালক আমেনা মামুন। ঘোষণাপত্র পাঠ করেন চ্যাম্পিয়ন আঞ্জুমান।
নারীপক্ষের অধীনে পরিচালিত ‘স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প’ চলতি বছরের সেপ্টেম্বর থেকে টাঙ্গাইল সদর উপজেলায় কাজ করছে। প্রকল্পের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কাজ চলছে।











