টাঙ্গাইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

রোববার সকালে পৌর উদ্যানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধনের পর টুর্নামেন্ট উপলক্ষে আয়োজক ও খেলোয়াড়দের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু করে বাদ্যযন্ত্রসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল হক লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মো. নাসির উদ্দিন, বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. আরাফাত রহমান, সদস্য সচিব সুমন সরকারসহ খেলোয়াড় ও দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভিপি জোয়াহের ভাইকিংস টাঙ্গাইল, লিজেন্ডস অব টাঙ্গাইল, টাঙ্গাইল স্টারস, টাঙ্গাইল সুপার বøাস্টারস, হ্যাবিট গ্ল্যাডিয়েটরস টাঙ্গাইল ও ইস্ট বেঙ্গল টাঙ্গাইল এই ছয়টি দল নিবন্ধিত হয়েছে।

প্রতিটি দল ইতিমধ্যে ১৫ জন করে খেলোয়াড় নিলামের মাধ্যমে দলভূক্ত করেছেন।

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ আগামী ১৭ ডিসেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

প্রত্যেক দলের সাথে খেলা হবে। তারপর সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল ফাইনালে খেলবে। সম্পাদনা – অলক কুমার