“চলো যাই নৌকা ভ্রমনে, সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বাউলিয়ানা শিল্পীগোষ্ঠী তাদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) যমুনা নদীতে আয়োজিত নৌবিহার ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু হয় টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ের ঘাট থেকে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টের উদ্দেশ্যে।
নৌকায় ভ্রমণরত দর্শকরা বাউলিয়ানা শিল্পীদের সুরের মেলায় মাতোয়ারা হন। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত শিল্পী রুহুল আমীন খোকনের দেশাত্মবোধক গানের মাধ্যমে। এরপর বিভিন্ন শিল্পী গান, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশনের মাধ্যমে যমুনার নদীপথ মুখরিত করেন।
উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন: এশিয়ান টিভির জুই বাউলা, ইসরাত নুর, বাঁধন, সুজন বাউলা, সালাম মাস্টার ও সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল কলেজের প্রভাষক নূরে রোকেয়া রুকু, গীতিকার ও সংগীত শিল্পী ফিরোজ বাচ্চু, জেলা সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, এশিয়ান টিভি ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোখলেছুর রহমান।
যন্ত্রসঙ্গীতে ছিলেন: বাঁশিতে শাহ জামাল, প্যাডে নয়ন, গিটারে এ আর কাঞ্চন এবং কিবোর্ডে শিল্পী খোকন। এই আয়োজন দর্শক ও শিল্পীদের জন্য মনোমুগ্ধকর হয়ে ওঠে।