টাঙ্গাইলে বাবাকে হত্যার মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওয়াহেদ আলী ওরফে ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দাড়িপাকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি নেশার টাকার জন্য বাড়িতে বিরোধের একপর্যায়ে ওয়াহেদ তার মাকে মারধর করেন। পরে মা-কে নিরাপত্তার জন্য এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন বাবা আব্দুস সামাদ (৬৫)। রাতে তাঁকে একা পেয়ে ওয়াহেদ হামলা চালান, এতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুস রশীদ মিয়া সখীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওয়াহেদকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত ১ জানুয়ারি আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় মোট ১২ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মো. শফিকুল ইসলাম (রিপন)। বাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. রাসেল রানা এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন গোলাম মোস্তফা মিঞা।











