টাঙ্গাইল সদর উপজেলা বাস্তহারা কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের জেলা পরিষদ লেকের পাশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বাস্তহারা কল্যাণ সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিকছন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ। এ সময় টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা বাস্তহারা কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।