টাঙ্গাইলে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের পাশকাহনী বাজারে দাইন্যা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিশিষ্ট সমাজ সেবক রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলার সাবেক সভাপতি ছাত্রদল, যুবদল ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল।
বক্তারা বলেন,আগামীর নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রাম থেকে শহরে আমরা পৌঁছিয়ে দিচ্ছি সাধারণ মানুষের মাঝে। আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করছি আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।