টাঙ্গাইলে শারদীয় দূর্গোৎসবে বুধবার (১ অক্টোবর) দেবী দূর্গার মহানবমী পূজা উদযাপিত হয়েছে। সকালে অনুষ্ঠিত হয় কল্পারম্ভ ও বিহিতপূজা। মহা নবমীতে ১০৮টি বেলপাতা, কাঠ, ঘিসহ বিভিন্ন উপকরণ দিয়ে যজ্ঞ অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে জগতের অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করা হয়।
পূজায় অংশ নিতে ভক্তরা সকাল থেকেই মন্ডপে ভিড় করেন এবং দেবীর চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হবে।