টাঙ্গাইল সদর থানার মেরাজ (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সোহেল (২০) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল আভিযানিক দল সিপিসি-২, র্যাব-১, উত্তরা ঢাকা-এর সহায়তায় শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার দক্ষিনখান থানার গাওয়াইর বাজার থেকে তাকে আটক করা হয়। রোববার (৫ অক্টোবর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম মেরাজ ও ধৃত আসামী মোঃ সোহেল একই এলাকার বাসিন্দা এবং পূর্বপরিচিত বন্ধু। ৪ এপ্রিল রাত ৮টার দিকে ব্যাডমিন্টন খেলার অজুহাতে সোহেল মেরাজকে বাড়ি থেকে ডেকে নেন। খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মেরাজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে বীরপুশিয়া জুম্মাবাড়ি জামে মসজিদের সামনে সোহেল সহ অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। মেরাজ গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন থেকে মারা যান। ঘটনার পর ভিকটিমের দাদা ৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করে। অভিযানের ফলস্বরূপ, ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোহেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।