টাঙ্গাইলে রেজিস্ট্রেশনবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রেজিস্ট্রেশনবিহীন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে “র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল।

এসময় রেজিস্ট্রিপাড়া মেডিসিন মার্কেটের তিন ওষুধ ব্যবসায়ীকে দুই লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩১ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানি।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।

অভিযানে রিমু সিমু ফার্মেসীর স্বত্বাধিকারী অরুন চন্দ্র (৫৭) ও মধুবন ফার্মেসীর স্বত্বাধিকারী মো. আনিছুর রহমান (৪২)কে নগদ এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

এসময় কাশেম ফার্মেসীর স্বত্বাধিকারী আ. মজিদ (৪০)কে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার