কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গার মসিন্দা (এলেঙ্গা-বল্লা রেল ক্রসিং সংলগ্ন) রেল লাইনে ফাটল দেখা যায়।
টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার ফলে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।
এতে বঙ্গবন্ধু সেতু স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আধা ঘণ্টা আটকা থাকার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
মসিন্দা রেল ক্রসিংয়ের গেইটম্যান রুবেল রানা বলেন, সকালে ডিউটিতে আসার পর বিষয়টি দেখতে পাই। পরে কর্তৃপক্ষকে জানানো হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মো. মাসুম আলী খান ঢাকা পোস্টকে বলেন, সকালের দিকে কালিহাতীর এলেঙ্গার মসিন্দা এলেঙ্গা-বল্লা রেলক্রসিং সংলগ্ন) এলাকায় ৮ ইঞ্চির মতো রেললাইনে ফাটল দেখা যায়।
এ ঘটনায় ঢাকা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল ঘণ্টাখানেক বন্ধ ছিল।
এতে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুতে আটকা পড়ে। ঘটনার পর পরই রেললাইনের সংস্কার কাজ শুরু হয়।
এতে ক্ষতিগ্রস্ত রেললাইনের অংশ পার হতে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে বলা হয়েছে। সম্পাদনা – অলক কুমার