টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক দুইটি অভিযানে দুই ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে সখিপুর থানার তক্তারচালা বাজার এলাকা ও সারিঙ্গাচোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৫ অক্টোবর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন বগুড়ার ধুনট থানার ধর্ষণ মামলার আসামি ও ভগ্নিপতি মো. ইউসুফ আলী (২৫)। অভিযোগ অনুযায়ী, গত ১২ জুলাই তিনি কৌশলে তার ১৩ বছর বয়সী শ্যালিকাকে বাড়িতে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই ৮ সেপ্টেম্বর ধুনট থানায় মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শনিবার রাতে তাকে সখিপুর থেকে গ্রেপ্তার করে।
দ্বিতীয় ঘটনায় গ্রেপ্তার করা হয় মধুপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সুমন (৪৫)-কে। অভিযোগে বলা হয়, গত ১৫ জুন সন্ধ্যায় তিনি ও অন্যান্য অভিযুক্তরা ১৭ বছর বয়সী এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আদালতের নির্দেশে মধুপুর থানায় মামলা রুজু হলে র্যাব তাকে সখিপুর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।