টাঙ্গাইলে র্যাবের অভিযানে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মো. সাইফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ১৬ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত মো. সাইফুল ইসলাম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৯ জুলাই ওই কিশোরী দোকানে কেনাকাটা করতে গেলে সাইফুল ইসলাম তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার পর কিশোরীর বাবা শিবালয় থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর র্যাবের গোয়েন্দা তৎপরতায় মঙ্গলবার রাতে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং উদ্ধারকৃত কিশোরীকে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।











