টাঙ্গাইলে চলমান শামসুল হক স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াইয়ে। আজ (বুধবার) সন্ধ্যায় শহীদ মারুফ স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অফিসার্স ক্লাব বনাম সুপ্রভাত, আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পার্কবাজার সমবায় সমিতি বনাম শুভ সকাল ক্রীড়া সংঘ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে টুর্নামেন্টের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে পার্কবাজার সমবায় সমিতি একমাত্র গোলের সুবাদে শতায়ু অঙ্গনকে হারায়। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকলেও পার্কবাজারের রক্ষণসেনা বিল্টু পেনাল্টি থেকে নির্ভুল শটে দলকে জয় এনে দেন। শতায়ু অঙ্গনের গোলরক্ষক আশরাফ আলীর বক্সের ভেতরে হ্যান্ডবলের কারণে এই পেনাল্টি হয়।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে অফিসার্স ক্লাব ফতেপুর পল্লীমা সাংস্কৃতিক সংসদকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। খেলার ৮ মিনিটে সাইফুল ইসলামের একক প্রচেষ্টায় অফিসার্স ক্লাব প্রথম গোল পায়। দ্বিতীয়ার্ধে মুকুল ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন শেষ দিকে মাঠে নামলেও আর গোলের দেখা পাননি।
রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাখাওয়াত হোসেন, সুলতান মাহমুদ, মমিরুল ইসলাম ও জামিল।
আজকের সেমিফাইনাল জয়ের মাধ্যমে দুই দলই ফাইনালে উঠবে, আর হার মানতে হবে বিদায়ে। ফুটবলপ্রেমীদের মধ্যে ম্যাচ নিয়ে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।