টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র আয়োজনে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী অর্থায়ন মোকাবেলার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের সেতু টাওয়ারে ‘অ্যান্টি-মানি লন্ডারিং ও কাউন্টার/কমব্যাটিং টেরোরিস্ট ফাইন্যান্সিং (AML/CFT)’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির Deputy Chief Anti Money Laundering Compliance Officer (DCAMLCO) ও Anti Money Laundering Division-এর প্রধান মোঃ আসাদুল ইসলাম খান এবং টাঙ্গাইল জোনের স্পেশাল সুপারভাইজার ও জেলা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল খালেক। কর্মশালাটি সমন্বয় করেন ব্যাংকের F.A.V.P মোহাম্মদ আশরাফুল আলম।
বক্তারা কর্মশালায় মানি লন্ডারিং, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন (Terrorist Financing), সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (STR), ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট (CTR) ও গ্রাহক পরিচিতি (KYC) বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল জেলার ১৩টি শাখার Branch Anti Money Laundering Compliance Officer (BAMLCO), ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, বিভাগীয় ইনচার্জ ও অফিসারসহ ৫০ জন কর্মী এতে অংশগ্রহণ করেন।