সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে টাঙ্গাইলে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর দিন সকাল ১০টায় ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ অধিবাস অনুষ্ঠিত হবে এবং এরপর উন্মুক্ত করা হবে দেবী দুর্গার প্রতিমা।
টাঙ্গাইল পৌরশহরের প্যাড়াডাইস পাড়া, কলেজ পাড়া, আদালত পাড়া ও থানা পাড়া সহ বিভিন্ন পূজামন্ডপে উৎসবের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্ডপে প্রবেশ করলেই চোখে পড়ছে নয়নাভিরাম আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জা। প্রধান মন্ডপে চার সন্তানসহ দেবী দুর্গা দাঁড়িয়ে রয়েছেন, যা দর্শনার্থীদের নজর কাড়ে।
নিরাপত্তা ব্যবস্থাও দৃশ্যমান। মন্ডপ প্রাঙ্গণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারী করছে। দর্শনার্থী ও ভক্তরা উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নিচ্ছেন।