টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া পূর্বপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে শ্বশুরবাড়ি থেকে সুবর্ণা আক্তার (২০)-এর লাশ উদ্ধার করা হয়।
নিহত সুবর্ণার স্বামী জহিরুল ইসলাম প্রবাসে থাকেন। শ্বশুর মারা যাওয়ায় তিনি শাশুড়ির সঙ্গে থাকতেন। পরিবারের দাবি, তিনি নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, লাশের সুরতহাল করা হয়েছে। সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।