‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান।
সোমবার (২২ জুন) দুপুরে সরকারি এমএম আলী কলেজ প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন ।
বৃক্ষরোপন শেষে সোলায়মান হাসান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই বৃক্ষরোপন করছি। আমি এই কলেজের এক সময়ে ছাত্র ছিলাম তাই এই কথা চিন্তা করে কলেজে গাছ লাগালাম। পর্যায়ক্রমে কলেজে পাঁচ হাজার গাছ লাগানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের নেতা মুজাহিদুল ইসলাম শিপন, আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ সিকদার মানিক, সাবেক ভিপি ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদের ভিপি শাফিউল আলম মুকুল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক ও সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদের জিএস রায়হান হোসেন, সরকারি এমএম আলী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরুখ খান শান্ত, সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদ প্রচার সম্পাদক ইসহাক হোসেন প্রমুখ।