টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে। আর মোট মৃতের সংখ্যা হলো ১১ জন। এছাড়া নতুন আরো ৭ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬২ জন।
এরমধ্যে ১৬ জুন পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলের পর ২২ জুন তারিখের ফলাফল এসেছে। এতে মাঝখানের ১৭ থেকে ২১ তারিখের ফলাফল বাদ পড়েছে।
আর এপর্যন্ত জেলায় মোট ৯১৮টি নমুনার ফলাফল পাওয়া যায়নি।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান মুঠোফোনে জানান, গত ১৬ জুন ১৩৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। প্রেরিত নমুনার একাংশের ফলাফল গতকাল বুধবার (২৪ জুন) সকালে আসে। আজ বৃহস্পতিবার বাকি অংশের ফলাফল আসে। তার সাথে গত ২২ জুন তারিখে পাঠানো ১৫০টি নমুনার ফলাফলও আজ এসেছে। এতে নতুন করে মোট ৩০টি পজেটিভ শনাক্ত হয়।
এসময় তিনি জানান, আমরা এখন ঢাকার দুটি ল্যাব থেকে নমুনা করতে পারি। আইপিএইচ ও ঢাকা শিশু হাসপাতাল। আইপিএইচে প্রথম থেকেই নমুনা পরীক্ষা করা হয়। সেখানে এক ব্যাচ আমরা পাই। এক ব্যাচে ৯০টি করে নমুনা পরীক্ষা করা যায়। আর শিশু হাসপাতাল ল্যাবে আমাদের জন্য ৩০টি নমুনা নির্ধারণ করা হয়েছে। প্রচুর চাপ, তারপরও পর্যায়ক্রমে সবই আসবে। কোন নমুনাই বাকি থাকবে না।
এসময় তিনি আরো জানান, টাঙ্গাইলে পিসিআর ল্যাব চালু হলে প্রতিদিন প্রায় তিনশ’ করে নমুনা পরীক্ষা করা যাবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত ৪৭৬ জনের মধ্যে মির্জাপুর ১৪৫, সদর ৭৪, নাগরপুর ৩৬, কালিহাতী ৩৫, মধুপুর ৩১, দেলদুয়ার ৩১, ধনবাড়ী ২৩, ঘাটাইল ২১, গোপালপুর ২৭, ভূঞাপুর ২৬, সখিপুর ১৭ এবং বাসাইল ১০ জন।