বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেন প্রমুখ।
এছাড়া করটিয়া ইউনিয়ন বিএনপি ও সদর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের বিকল্প নেই। এ কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।