নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী থেকে সাতশ’ ২৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার ( ১১ মার্চ) সকালে উপজেলার বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পৌলী ডরিন পাওয়ার প্লান্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুর রশিদ ওরফে পল্টু (৫১), সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়ীয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শুক্রবার সকালে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলী গ্রামের ডরেন প্লান্টের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় মো. আব্দুর রশিদ ওরফে পল্টু নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে, পরে তার কাছ থেকে সাতশ’ ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং নগদ ১৫’শ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ী পল্টু দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ ওরফে পল্টুকে উদ্ধারকৃত আলামতসহ কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার