বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার ৪৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সজীব হোসেনকে সভাপতি ও নবাব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও তামান্না ইসলাম তরীকে তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী এক বছরের জন্য কমিটি কার্যকর করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আরাফাত অনিম, রেজাউল হান্নান, মাহমুদুল হাসান মিলন প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন আবু হাসেম, আমির হামজা, তামান্না ইসলাম তরী, আল আমিন, সজীব হাসান প্রমুখ। এছাড়া সাংগঠনিক, দপ্তর, প্রচার ও প্রকাশনা, অর্থ, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, ছাত্রী বিষয়ক, তথ্য ও গবেষণা, সাংস্কৃতিক, ক্রীড়া, রাজনৈতিক শিক্ষা, সাহিত্য, ধর্ম এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকসহ কার্যকরী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, “ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পাওয়া আমার জীবনের এক বিশেষ সম্মান। এটি ব্যক্তিগত অর্জন নয়, এটি সকলের বিশ্বাস ও সমর্থনের ফল। আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য সত্যের পক্ষে দাঁড়াবো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। দলের ঐক্য ও শৃঙ্খলা আরও শক্তিশালী করতে কাজ করব।”
নবাব আলী আরও বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা টাঙ্গাইল জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে আমাদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে পারব। ব্যক্তিগত স্বার্থ নয়, আমরা কাজ করব দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এবং আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে।”











