নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার যানজট নিরসনে রিক্সা ও ইজিবাইক শ্রমিকদের সাথে মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, টাঙ্গাইল পৌরসভা দীর্ঘদিন যাবত ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সা বৃদ্ধির ফলে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে লাগতার যানজট লেগে থাকে।
এই যানজট নিরসরে ক্ষেত্রে জেলা প্রশাসক, জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই পদক্ষেপসমূহ বাস্তবায়নে জেলার প্রধান তিনটি দপ্তর যৌথভাবে ১৪টি সিদ্ধান্ত গ্রহণ করে।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য টাঙ্গাইল পৌরসভায় বিভিন্ন ভাবে প্রচারাভিযান চালানো হচ্ছে।
এদের মধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা, মাইকিং ও লিফলেট বিতরণ।
এই সুপারিশ ফেব্রুয়ারির ০২ তারিখ থেকে বাস্তবায়ন করা হবে।
সেই লক্ষ্যে রিক্সা ও ইজিবাইক শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় টাঙ্গাইল পৌরসভায়।
এই মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক লৎফর প্রমুখ। সম্পাদনা – অলক কুমার