টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দিতাপূর্ণ মর্নিং ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রহ্মপুত্র ফুটবল দল ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত এই খেলায় মেঘনা ফুটবল দলের আত্মঘাতী গোল ও ব্রহ্মপুত্র দলের মতিউরের গোল নিশ্চিত করে বিজয়।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ব্রহ্মপুত্র দলের গোবিন্দ চন্দ্রের শট মেঘনার ডিফেন্ডার উজ্জলের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। খেলার শেষ দিকে মতিউর ব্যবধান বাড়িয়ে (২-০) জয় নিশ্চিত করেন। তবে মেঘনার স্পষ্ট হ্যান্ডবলের পরও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি না পাওয়ায় ক্ষুব্ধ হয় দলটি।
টুর্নামেন্টে ৮টি দল নদীর নামে বিভক্ত হয়ে অংশ নেয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ ও জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
ব্যক্তিগত পারফরম্যান্সে ব্রহ্মপুত্র দলের সুব্রত ধর সেরা গোলরক্ষক এবং গোবিন্দ চন্দ্র দাস সেরা খেলোয়াড় নির্বাচিত হন।