টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
পরিবেশ দূষণ রোধ, যানজট নিরসন এবং নোংরামুক্ত আধুনিক টাঙ্গাইল শহর গড়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম। শনিবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আকিবুর রহমান ইকবাল লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা হলেও বর্তমানে নানামুখী মৌলিক সমস্যায় জর্জরিত। বেহাল রাস্তাঘাট, ক্রমবর্ধমান পরিবেশ দূষণ, অসহনীয় যানজট এবং লৌহজং নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতার অভাব দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল শহরের বিভিন্ন প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নোংরা ও অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য টাঙ্গাইলকে ‘ক্লিন টাঙ্গাইল’ ঘোষণা করে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক বলেন, সংগঠনটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়; বরং নাগরিক দায়িত্ববোধ থেকে শহরের সমস্যা তুলে ধরছে। প্রশাসনের আন্তরিক উদ্যোগ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টাঙ্গাইলকে বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব শহিদ মাহমুদ, সদস্য জাকির হোসেন খান, ফরহাদ আলী, রাকিব হায়দার, কাজী বজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা।











