টাঙ্গাইলের সদর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরেশোরে প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) সকালে একটি বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদের নেতৃত্বে হেলিপ্যাডের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি টাঙ্গাইল পৌর শহরের প্রধান সড়কসমূহ এবং সদর উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলাবাসীর কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করা হয়।