টাঙ্গাইল সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তিন কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরীরা হলেন: মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং খালাতো বোন কেশন মাইজাল এলাকার মনিরা আক্তার (১১)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) অপর খালাতো বোনের বিয়ের দাওয়াতে অংশগ্রহণের পর শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। নদীর স্রোতে তিন কিশোরী ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) পর্যন্ত নিখোঁজ কিশোরীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম বলেন, “নদীতে নিখোঁজের খবর পেয়ে উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলমান থাকবে।”