আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লে. কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম আজাদ-কে ঘিরে একের পর এক অপপ্রচারে মুখর রাজনীতি। অভিযোগ উঠেছে, এসব ষড়যন্ত্র দলের ভেতরের কিছু প্রতিদ্বন্দ্বী মনোনয়নপ্রত্যাশীর দিক থেকেই আসছে। জনপ্রিয়তায় এগিয়ে থাকা আজাদকে দুর্বল করতেই এই পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি তার ঘনিষ্ঠদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের দোসর বলেও তাকে অপবাদ দেওয়া হয়। গত ৫ আগস্ট একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে তার অফিসে হামলার ঘটনা ঘটে। শান্তিপূর্ণ মনোভাব ধরে রেখে কর্মীদের সংযমের নির্দেশ দেন আজাদ।
অপপ্রচারের অংশ হিসেবে তার পুরনো একটি বৈধ ব্যবসায়িক লেনদেনকে ঘিরেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। আবার একটি প্রকল্প উদ্বোধনে উপস্থিত থাকায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেও অপপ্রচার চালানো হচ্ছে, যদিও তিনি নিজে কখনো অন্য কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
আজাদের ঘনিষ্ঠরা বলছেন, দলের প্রতি অসীম নিষ্ঠা, ব্যক্তিগত ত্যাগ ও জনসেবামূলক কাজই প্রমাণ করে তিনি একজন যোগ্য মনোনয়নপ্রত্যাশী। তার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি বলেন, “আমাকে মিথ্যা অপপ্রচার দিয়ে দমিয়ে রাখা যাবে না। দলের স্বার্থেই আমি সব ত্যাগ করেছি। আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করেছি।”