টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ওরফে কর্নেল আজাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কর্নেল আজাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা’, এবং ‘আয়নাঘরের মাস্টারমাইন্ড বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যবসায়িক অংশীদার’ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ব্যবসায় যুক্ত হন। ২০২৩ সালের আগস্টে এলাকায় ফিরে তিনি রাজনৈতিক তৎপরতা শুরু করেন এবং অনুসারী গড়ে তোলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে পড়ে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে কর্নেল আজাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় উচ্চপর্যায়ের সঙ্গে পরামর্শক্রমে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের এ সিদ্ধান্তের অনুলিপি ধনবাড়ী ও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক এবং মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।