আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলমগীর হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।