আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে প্রার্থী হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনকে সর্বসম্মত সমর্থন দিয়েছে দেলদুয়ার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হামিদুল হক মোহন নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও তার প্রতি সমর্থনের ঘোষণা দেন।
নেতারা জানান, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা টাঙ্গাইলের নিকটবর্তী হলেও দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকে এ অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে উন্নয়ন আনতে সক্ষম নেতৃত্ব হিসেবে হামিদুল হক মোহনকে প্রয়োজন বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।