যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে কানাডাও শক্তিশালী ও যুক্তিসংগত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, আমরা এমনটা চাই না। কিন্তু তিনি যদি এ ব্যাপারে এগিয়ে আসেন, তাহলে আমরাও পদক্ষেপ নেব। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি দিয়ে রেখেছিলেন তা শনিবার থেকেই কার্যকর করার কথা। ট্রাম্পের এমন পদক্ষেপের বিষয়ে গত শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি রাখঢাক করব না। আগামী দিনগুলোতে আমাদের দেশ কঠিন সময়ের মুখে পড়তে পারে।
শুল্কারোপ নিয়ে কানাডার মানুষ উদ্বিগ্ন ও চিন্তিত থাকতে পারেন।’
যদিও ট্রাম্প গত শুক্রবার বলেছেন, কানাডার তেলের ওপর ১০ শতাংশের কম শুল্ক আরোপ করা হবে, যা ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে তিনি বলেছিলেন যে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি, কারণ সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করেনি।
চীন, কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার।
দেশটি ৪০ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে থাকে। এখন শুল্ক বাড়ানোর পদক্ষেপ এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্যযুদ্ধের সূচনা করতে পারে এবং যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বাড়াতে পারে।