ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্যমতে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন আইডিয়াল কলেজের চার থেকে পাঁচজন শিক্ষার্থী। এ ঘটনার পর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত থাকলেও সায়েন্সল্যাব মোড় ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।