ঢাবি’র নিখোঁজ ছাত্র হিমেল টাঙ্গাইল কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী হামিদ সিকদার হিমেলকে তিন দিন পর খুঁজে পাওয়া গেছে টাঙ্গাইল কারাগারে।

আজ সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হন তিনি। ওই দিনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা হয় তাঁর।

মো. আতাউর রাব্বী আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিভিন্নভাবে হিমেলের পরিবারের ঠিকানা ও ফোন নম্বর চাওয়া হয়েছে।

কিন্তু বারবারই সে ফোন নম্বর মনে নেই বলে জানিয়েছে।’

এর আগে গত শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর আসার কথা বলে বের হন হিমেল।

এরপর থেকেই তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ থাকে।

এ বিষয়ে গত শনিবার সন্ধ্যায় ঢাবি শিক্ষার্থী হিমেলের চাচাত ভাই মাহফুজ তালুকদার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সখীপুর উপজেলার জামালহাটকোড়া গ্রামের বাসিন্দা হিমেলের বাবা বিল্লাল সিকদার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।

পরে রোববার দুপুরে “তিনদিন ধরে নিখোঁজ ঢাবির শিক্ষার্থী হিমেল” শিরোনামে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

হামিদ সিকদার হিমেল ঢাবির রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত।

তিনি ঢাকার সখীপুর থানা স্টুডেন্ট (ডিএসটিএস) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

ডিএসটিএসর সভাপতি সাদ্দাম হোসেন উদয় বলেন, ‘নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে তাঁকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

তবে সে এমন অপরাধের সাথে জড়াবে এটি আমাদের ভাবনার বাইরে ছিল।

পরে আজ (সোমবার) তাৎক্ষণিক অনলাইন মিটিং করে হিমেলকে ডিএসটিএস অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সম্পাদনা – অলক কুমার