ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ৬ শিশুর মধ্যে একজন মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ছেলেটির মৃত্যু হয়।
এর আগে সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন।
পরিবার জানায়, সন্ধ্যা ৬টার দিকে এক ছেলে নবজাতকের মৃত্যু হয়। বর্তমানে ৬ নবজাতকের মধ্যে তিনজন ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজন বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন।
ঢামেক গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, এটি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পূর্ণাঙ্গ শিশু জন্ম নয়, বরং ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। নবজাতকদের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ওজন প্রায় ৮০০ গ্রাম। তিনি বলেন, “তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ হলেও ভাগ্য সহায় থাকলে সুস্থভাবে বেঁচে থাকতে পারে।”