তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠিত : ডা. মোশারফ আহবায়ক, শাতিল সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম আনোয়ার সাদাৎ তানাকার স্মরণে “তানাকা স্মৃতি ফাউন্ডেশন” গঠন করা হয়েছে।

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের চিকিৎসক মোশারফ হোসেনকে আহবায়ক এবং সৈয়দ হাবিবুল আলম শাতিলকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে সম্প্রতি পারদিঘুলীয়ায় তৃণমুল ভবনে আনোয়ার সাদাৎ তানাকার বন্ধু মহলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সাথে এ ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তিদের সৎকার ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ নেয়া হয়।

জানা গেছে, টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রমের জৈষ্ঠ্য পুত্র আনোয়ার সাদাৎ তানাকা ৪ নং ওয়াডের্র কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে তিনি পাঞ্জাবী প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

গত ২০ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় তার এভাবে মৃত্যুবরণ করায় শোকের ছায়া নেমে আসে।

আনোয়ার সাদাৎ তানাকার স্মৃতিকে ধরে রাখতে তার সমবয়সী বন্ধুমহল তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠন করার উদ্যোগ গ্রহণ করে। সম্পাদনা – অলক কুমার